সিএনজি গ্যাস


CNG এর পূর্ণরুপ

CNG= Compressed Natural Gas.

CNG কী কাজে ব্যবহার করা হয়?

উচ্চচাপে  প্রাকৃতিক গ্যাসকে তরলে রুপান্তরিত করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।এ ধরনের জ্বালানিতে কার্বন কম নির্গত হয় বলে এটি পরিবেশ বান্ধব


CNG Gas এর সুবিধা কী কী?

এটি দামে সস্তা। ক্ষতিকর  সিসা ও বেনজিন মুক্ত। কম কার্বন নির্গত হয়।পরিবেশ বান্ধব।

CNG Gas কে কত চাপে তুলে পরিণত করা হয়?

উত্তর: সিএনজি গ্যাসকে ৩২০০০+ psi চাপে তুলে পরিণত করা হয়।

সিএনজি গ্যাসের ব্যবহার কবে থেকে শুরু হয়?

১৮৫০ সালে ফ্রান্সে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের মাধ্যমে সিএনজি গ্যাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়।এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় পরিবহন কাজে সিএনজি  গ্যাসের ব্যবহার করা হয়।

Post a Comment

أحدث أقدم