সমুদ্রে সাতার কাটা

আমরা জানি সমুদ্রে সাঁতার কাটা সহজ কিন্তু কেন সমুদ্রে সাঁতার কাটা সহজ? চলুন জেনে নেয়া যাক 

সমুদ্রে সাতার কাটা সহজ কেন?বা নদীর পানি থেকে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?

মূল কথা হলো পানির ঘনত্ব। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির থেকে বেশি।সমুদ্রের পানির ঘনত্ব বেশি কেন? কারণ সমুদ্রের পানিতে লবন থাকে তাই সমুদ্রের পানির ঘনত্ব বেশি।যার কারণে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।  আপনি যদি ৫০ গ্রাম ওজনের একটি পাথর খন্ড  ৪০ লিটার ড্রামে রাখা মবিলে ডোবান তাহলে পাথর খন্ডটি তলা পর্যন্ত যেতে যতটুকু সময় নেবে তার থেকে অনেক কম সময় লাগবে যদি পানিতে ডোবানো হয়। কারণ মবিলের ঘনত্ব বেশি। 

Post a Comment

أحدث أقدم