ভার্সাই সন্ধি কাকে বলে?

ফ্রান্সের  ভার্সাই নগরীতে দুটি ঐতিহাসিক চূক্তি স্বাক্ষরিত হয়। একটি আমেরিকা ও বৃটেনের মধ্যে আরেকটি প্রথম বিশ্বযুদ্ধের পরপর জার্মানি ও বিপক্ষ মিত্রশক্তির মধ্যে মধ্যকার শান্তি চূক্তি সাক্ষরিত হয়। 

মিরর হল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই নগরী, ফ্রান্সে  চূক্তি সাক্ষরিত হয় বলে একে ভার্সান শান্তি চূক্তি বা ভার্সাই সন্ধি বলা হয়।

ভার্সাই সন্ধি কাকে বলে?


কোনটা প্রথম আর কোন দ্বিতীয় ভার্সান সন্ধি

প্রথম ভার্সাই সন্ধি

এটি বৃটেন ও আমেরিকার মধ্যকার ঐতিহাসিক শান্তি চূক্তি। যা ৩ সেপ্টেম্বর ১৭৮০ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে বৃটেন  এর সাথে আমেরিকা,স্পেন ও ফ্রান্সের মধ্যেকার সমঝোতা চূক্তি। আমেরিকা ১৭৮৩ সালের পূর্বে বৃটেনের উপনিবেশ ছিল। ১৭৭৬  সালে তারা স্বাধীনতার জন্য দাবি করে।এ কারণে আমেরিকা ও বৃটেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৭৮০ শান্তি চূক্তি করে হয়।এবং ১৭৮৩ সালে আমেরিকা বৃটেন থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

দ্বিতীয় ভার্সাই সন্ধি 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর অর্থাৎ ১৯১৯ সালে মিত্রশক্তির কাছে জার্মানির পরাজয়ের পরে ভার্সাই নগরীতে একটি সম্মেলন হয়।একে প্যারিস সম্মেলন বলা হয়ে থাকে। জার্মানি ও মিত্রশক্তির সাথে ২৮ জুন ১৯১৯ সালে সমঝোতা সই হয়। এর উদ্দেশ্য ছিল জার্মানকে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করা ও যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া।একে ২য় ভার্সাই চূক্তি বলে।

Post a Comment

أحدث أقدم