মুসলিম নয় কিন্তু  ওআইসির সদস্য 

ক্যামেরুন,মোজাম্বিক, গায়ানা,উগান্ডা, সুরিনাম।

১৯৭০ সালের মার্চে ওআইসি প্রতিষ্ঠিত হয়।এর সদর দফতর সৌদি আরবের জেদ্দায়। OIC মুসলিম সদস্য রাষ্ট্র ৫৭ টি।১৯৭৪ সালে বাংলাদেশ OIC এর সদস্য হয়।

ওআইসির সদস্য 

ক্যামেরুন: আফ্রিকার পশ্চিম ভাগের একটি দেশ।এর আয়তন ৪৭৫৪৪২ বর্গকিলোমিটার। ক্যামেরুনের রাজধানীর নাম ইয়াওনডে।দেশটি ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। 

উগান্ডা : পূর্বাঞ্চলীয় আফ্রিকার বিষুব রেখার উপর অবস্থিত। কাম্পালা উগান্ডার রাজধানী।৯ অক্টোবর ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।


সুরিনাম: ২৫ নভেম্বর ১৯৭৫ সালে নেদারল্যান্ডস থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। এখন এটি  দক্ষিণ আমেরিকার স্বাধীন রাষ্ট্র


মোজাম্বিক: পূর্ব আফ্রিকার একটি দেশ।মোজাম্বিক এর রাজধানীর নাম মাপুতো

পর্তুগাল থেকে ২৫ জুন ১৯৭৫ সালে দেশটি স্বাধীনতা লাভ করে।


গায়ানা: গায়ানা একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল।দেশটি দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত।১৯৬৬ সালে গায়ানা স্বাধীনতা লাভ করে।গায়ানা অর্থ পানির দেশ।এর রাজধানীর নাম জর্জটাউন। 


Post a Comment

أحدث أقدم