হিটলারের অজানা ইতিহাস 

অ্যাডল্ফ হিটলারের নাম শোনেনি এমন শিক্ষিত লোক খুঁজে পাওয়া কঠিন।হিটলার কারর কাছে নায়ক আবার কারর কাছে খলনায়ক। হিটলারের জীবন ও কর্ম নিয়ে বিতর্কের শেষ নেই।সারা বিশ্ব জুড়ে আলোচিত-সমালোচিত একজন শাসক। চলুন হিটলার সম্পর্কে গোপন কিছু কথা জেনে নেয়া যাক। 

হিটলার সম্পর্কে  অজনা তথ্য



হিটলারের স্বপ্ন জন্ম ও পরিণতি 

হিটলারের জন্ম কোথায়?  

হিটলার কী জার্মানিতে জন্মেছিলেন? অনেকে ভেবে থাকে যেহেতু হিটলার জার্মানি শাসন করেছেন তাই তার জন্মস্থান জার্মানি। না এটা সত্য নয়।হিটলার ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়াতে জন্মগ্রহণ এ।তার বাবার নাম ছিল Alois Hitler এবং মায়ের নাম Klara Hitler.তারা দুজনেই অস্ট্রিয়ার নাগরিক ছিলেন।  তার মা ১৯০৮ সালে ব্রেস্ট ক্যান্সারে মারা যান।

হিটলার যেভাবে জার্মানির নাগরিক হলেন 

হিটলার অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যেকে ঘৃনা করতেন তাই তিনি ১৯২৫ সালে তার অস্ট্রোরীয় নাগরিকত্ব বাতিল করেন।এরপর হিটলার নির্বাসিত হওয়ার ঝুঁকি নেন।হিটলারের মনে জার্মান প্রীতি জেগে ওঠে। ১৯৩২ সালে জার্মানির ব্রান্সউইক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নাগরিকত্ব দিয়ে সেখানকার প্রশাসক হিসাবে দায়িত্ব দেন।।




হিটলারের স্বপ্ন 

হিটলার শৈশবে স্বপ্ন দেখতেন সে একজন ধর্মযাজক হবেন।হিটলার নিয়মিত ক্যাথলিক গীর্জায় যেতেন।

তার বাবা ছিলেন ধার্মিক মানুষ।তো একথাও শোনা যায় হিটলার নাকি পরবর্তীতে ধর্ম থেকে দূরে সরে যায়। 

হিটলার একজন ভাল বংশীবাদক ছিলেন। বাঁশির কারণে তার বেশ নাম ডাক ছিল।


পরবর্তীকালে

 হিটলারের স্বপ্ন ছিল যে সে একজন শিল্পী হবে।কিন্তু ভাগ্যের খেলায় হয়ে গেলেন আলোচিত যোদ্ধা ও শাসক।


আর্ট শেখার জন্য হিটলার ভিয়েনা আর্ট একাডেমিতে 

১৯০৭ ও ১৯০৮ সালে দু'বার আবেদন করেছিলেন। কিন্তু তিনি পড়াশোনার সুযোগ পান নি। মায়ের মৃত্যুর পর হিটলার কঠিন সময় পার করেছেন।ভিয়েনার রাস্তায় রাস্তায় তার তৈরি আর্ট বিক্রি করেছেন। একাজটি হিটলার চার বছর ধরে করেছেন। 



জীব-জন্তুর প্রতি হিটলারের ভালবাসা

হিটলার একজন এ্যানিমেল রাইটস এক্টিভিস্ট ছিলেন।হিটলার নিরামিষভোজী ছিলেন। মাংশ খেতেন না অন্যদের খেতে নিরুৎসাহিত করতেন।শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর জার্মানিরা মাংশ খাওয়া কমিয়ে দেবেন এমন সিদ্ধান্ত হয়েছিল।  যাইহকো হিটলারের এই পশু প্রীতির   কথা শুনে অনেকে অবাক হয়।যার হাতে এতগুলো প্রাণ গেছে সে  কিনা নিরামিষভোজী!


হিটলারের মৃত্যু রহস্য

অনেকে দাবি করে হিটলারকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল।কিন্তু মেডিকেল রিপোর্ট তা স্বীকার করে না।সকল পরীক্ষা নিরীক্ষা করে এটা স্পষ্ট হয় যে,হিটলার তার বন্দুক দিয়ে আত্মহত্যা করেছিলেন।



Post a Comment

أحدث أقدم