শ্রীলঙ্কা সম্পর্কে সাধারণ জ্ঞান 


শ্রীলঙ্কার  নামকরণ হলো যেভাবে 

শ্রীলঙ্কার পূর্ব নাম কি শ্রীলঙ্কা ছিল?  না ছিল না।শ্রীলঙ্কা একসময় ব্রিটিশদের অধীনে ছিল তখন এর নাম ছিল সিলন। ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারীতে সিলিন নামে দেশটি স্বাধীন হয়।১৯৬০ সালের ২১ জুলাই শ্রীমাভো বন্দের নায়েক প্রথম শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন।তাই নয় উনিই ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৭২ শ্রীমাভো বন্দেরনায়েকের আমলে দেশটির নাম সিলন থেকে শ্রীলঙ্কা করা হয়।শ্রীলঙ্কা অর্থ কী? 

শ্রী শব্দের অর্থ পবিত্র  আর লঙ্কা শব্দের অর্থ দ্বীপ যার পূর্ণ অর্থ পবিত্র দ্বূীপ


শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কী?

উত্তর: শ্রীজয়াবর্ধেনেপুরা কোর্টে


শ্রীলঙ্কার বানিজ্যিক রাজধানীর নাম কী

উত্তরঃ কলম্বো ( বৃহত্তম নগরী)


শ্রীলঙ্কানরা কোন কোন ভাষায় কথা বলে? 

উত্তর: তামিল ও সিংহলি ( ইংরেজি স্বীকৃত ভাষা)


শ্রীলঙ্কার জনসংখ্যা কত?

উত্তর: প্রায় ২ কোটি

শ্রীলঙ্কার পূর্ব নাম কী ছিল?

উত্তর: সিলন ( ১৯৭২ সালের পূর্বে)


শ্রীলঙ্কা কীসের জন্য বিখ্যাত? 

উত্তর: এই দ্বীপ রাষ্ট্রটি চা,কফি,নারিকেল, ও রাবার রপ্তানির জন্য বিখ্যাত। 



Post a Comment

أحدث أقدم