বৈদ্যুতিক পাখা কিভাবে আমাদের শীতল করে।


আমরা জানি ইলেকট্রিক এনার্জি মেকানিক্যাল এনার্জিতে রুপান্তরিত হয়ে বৈদ্যুতিক পাখা ঘড়ির কাঁটার দিকে  ঘুরতে থাকে।এই ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখা বায়ুমন্ডলের বাতাস দ্রুত গতিতে ধাক্কা দিতে থাকে ফলে নির্দিষ্ট বেগে রুমের মধ্যে থাকা বাতাস উপর-নিচে (রাইজ আপ-ডাউন ড্রাফট) করতে করতে পুরো কক্ষের মধ্যে আন্দোলিত হয়।অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে ঘুরতে থাকে। বলা বাহুল্য, ফ্যানের বাতাস রুমের তাপমাত্রা তেমন কমাতে পারে না।এর কাজ শুধু বাতাসের বেগ বৃদ্ধি করা।উদাহরণ হিসাবে বলা যায় দশ ঘন্টা ফ্যান চালানোর পর দশ মিনিটের জন্য বন্ধ করলে আপনি ঘেমে যাবেন। ধরুন রুমের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস বৈদ্যুতিক ফ্যান সর্বোচ্চ ১-২ ডিগ্রি কমাতে পারবে।এর বেশি নয়।তাহলে ফ্যানের বাতাসে আমরা শীতলতা অনুভব করি কিভাবে?

পাখা থেকে সৃষ্ট শুষ্ক (ড্রাই) বাতাস যখন আমাদের শরীরের ত্বক স্পর্শ করে তখন আমাদের শরীর দ্রুত তাপ হারায়, ফলে আমরা শীতলতা অনুভব করি।একে ফিজিক্সের ভাষায় কনভেকশন ও ইভাপোরেশন বলে।


লেখক: আব্দুর রহমান শিপুল 

Post a Comment

أحدث أقدم