চুম্বন সম্পর্কে অজানা তথ্য

আমরা একে অপরকে বিভিন্ন কারণে চুমু দিয়ে থাকি।আমার স্নেহ, শ্রদ্ধা ও আদরের চুম্বন সম্পর্কে এখানে আলোচনা করছিনা।আমরা আলোচনা করব যৌনতা (সেক্সুয়াল) থেকে যে চুম্বন দেয়া হয় তা নিয়ে।

চুমু দেয়া কতটা উপকার, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর ইতিহাস। ঠোঁটে চুমু দিলে কি হয় তা নিয়ে। চলুন জেনে নেয়া যাক।

চুম্বন এর উপকারীতা ও অজনা কথা



পৃথিবীর দীর্ঘ চুমু সম্পর্কে 

থাইল্যান্ডের এক দম্পতি ২০১৩ সালে পাতায়া শহরে অনুষ্ঠিত এক চুম্বন প্রতিযোগিতায় দীর্ঘ ৫৮ ঘন্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুম্বন করে বিশ্ব রেকর্ড করেন। 

চুম্বনের ফলে শরীরে প্রতিমিনিটে ৭ -২৪ ক্যালোরি শক্তি ক্ষয় হতে পারে।

তবে চুম্বন স্বাস্থ্যের জন্য ভালো।আয়ু বাড়ায়।মন ও মগজকে সুস্থ রাখে।

আপনি জেনে অবাক হবেন যে হাতের ছাপ যেমন আলাদা তেমন ঠোঁটের ছাপও আলাদা।




Post a Comment

أحدث أقدم