Homosexuality বা সমকামীতা বৈধ যে মুসলিম প্রধান রাষ্ট্রে


পৃথিবীতে প্রায় ত্রিশটি দেশ সমকামীতাকে বৈধতা দিয়েছে।এগুলো বেশিরভাগ অমুসলিম প্রধান দেশ।তবে কিছু মুসলিম প্রধান দেশে এগুলো অপরাধ হিসেবে দেখা হয় না।অর্থাৎ সমকামীতায় রাষ্ট্রেগুলো উৎসাহ দেয় না  আবার এগুলোকে বিশেষ অপরাধও ধরা হয় না। রাষ্ট্রগুলো হলো,লেবানন, কাজাখস্তান, মালি,নাইজার, ইন্দোনেশিয়া, নর্দার্ন সাইপ্রাস,  আজারবাইজান, আলবেনিয়া, বাহরাইন, তুর্কী 

তুর্কীতে সেই অটোমান শাসনামল থেকে সমকামীত বৈধতা পেয়েছে। অর্থাৎ ১৮৫৮ সালের গোড়া থেকে।

Post a Comment

أحدث أقدم