মোটর গাড়ির ইতিহাস 

মানুষ যখন বয়লার থেকে ষ্টীম আবিষ্কার শুরু করলো তখন ফরাসি  ইঞ্জিনিয়ার নিকোলাস কুনো প্রথম ষ্টীমের  তিন চাকা বিশিষ্ট  মোটর গাড়ি তৈরি করলেন যা ঘন্টায় তিন থেকে চার কিলোমিটার যেত।কিন্তু ষ্টীম ব্যবহার বিপদজনক হওয়ায়  সরকার এটাকে বাজেয়াপ্ত করলো।


এরপর নিকোলাস অটো নামের এক জার্মান ইঞ্জিনিয়ার তিন চাকার আরেকটা গাড়ি তৈরি করলেন যা কুনোর গাড়ি থেকে উন্নত ও কম বিপদের। এরপর জার্মান ইঞ্জিনিয়ার কার্লবেঞ্জ ১৮৮০ সালে এটাকে আরো উন্নত করে আধুনিক গাড়ি তৈরি করলেন। বলা যায় আধুনিক গাড়ির জনক কার্লবেঞ্জ।

মার্সিডিজ গাড়ি কিভাবে এলো

নিকোলাস অটোর কারখানায় কাজ করতেন জার্মান ইঞ্জিনিয়ার গটলিয়ের ডেইমলার। পেট্রল ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে ১৮৮৫ সালে তিনি চার চাকার গাড়ি তৈরি করলেন যা অন্য গাড়ির চেয়ে দ্রুত গতির। তো চাহিদা মারাত্মকভাবে বেড়ে গেল। তখন ডেইমলার জার্মান ইঞ্জিনিয়ার কার্লবেঞ্জ এর সাহায্য নিলেন। তৈরি করলেন মার্সিডিজ। আর মার্সিডিজ হলো ডেইমলারের মেয়ের নাম।

Post a Comment

أحدث أقدم