গাছের কতটুুকু পানি প্রয়োজন 

গাছ কতটুকু পানি শোষণ করে তা জানার পূর্বে চলুন আরো  কিছু মজার মজার তথ্য জেনে নেয়।পৃথিবী ৭০ ভাগ পানি দ্বারা পূর্ণ। মানব শরীরে ৬০ ভাগের বেশি পানি রয়েছে। আর গাছে ৫০ ভাগেরও বেশি পানি থাকে।একটি প্রাপ্ত বয়স্ক গাছ অর্থাৎ  ১০০ ফুট এর  একটি গাছ ধরুন তার ২ লক্ষ  পাতা রয়েছে এমন একটি গাছ প্রায় ১১ হাজার গ্যালন পানি মাটি থেকে গ্রহণ করে করে।

পরে এই পানি অক্সিজেন ও বাষ্প আকারে গাছ তার পাতা দিয়ে বের করে দেয়।

Post a Comment

أحدث أقدم