ওয়েল্ডিং এর আলোতে চোখ বন্ধ হয়ে যায় যে কারণে


যা জানবো

ক. ওয়েল্ডিং এ চোখের ক্ষতি। 

খ. ওয়েল্ডিং এ চোখে ক্ষতি হলে করনীয়। 

গ. ওয়েল্ডিং শক খেলে করণীয়। 


ওয়েল্ডিং মেশিনের কাজ করে অথচ ওয়েল্ডিং শক খায় নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ওয়েল্ডিং মেশিনের কাজ করার সময় যে আলো উৎপন্ন হয় যদি তা চোখে লাগে তবে চোখ লাল হয়ে যায়,চোখ দিয়ে পানি পড়ে,চোখে যন্ত্রণা হয়।ওয়েল্ডিং আলো চোখে পড়লে রাতে ঘুমালে দু চোখ বন্ধ হয়ে যায়। চোখ খোলা যায় না।যন্ত্রনার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ে।একে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় Welding flush burn বলে।

ওয়েল্ডিং শক খেলে বা

 ওয়েল্ডিং আলো চোখে লাগলে চোখে সমস্যা হয় কেন?

কারণ ওয়েল্ডিং করার সময় আলো হতে UV-Ray বা Ultraviolet light বের হয়।যা চোখের কর্নিয়াতে প্রভাব ফেলে। চোখের মারাত্মক ক্ষতি করে।

ওয়েল্ডিং এর কারণে চোখের সমস্যা হলে বা চোখে খুলতে না পারলে করণীয় কী?

বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তার এর কাছে যেতে হয়ে।

প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে হবে।

গরুর দুধ হালকা ঠান্ডা করে সফট কাপড়ে ভিজিয়ে চোখের উপর ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।

শসা কেটে ঠান্ডা করে চোখের উপর কিছুক্ষণ রাখা যেতে পারে।

Tea pack ফ্রীজে রেখে ঠান্ডা করে কিছুক্ষণ শুকিয়ে চোখের উপর রাখা যাতে পারে।

ডাক্তার এর পরামর্শ নিয়ে চোখের ড্রপ ব্যবহার করতে হবে। 




Post a Comment

أحدث أقدم