মাল শব্দটি যে যে অর্থে ব্যবহার হয় 

মাল শব্দটি একটি ফার্সি শব্দ। যার অর্থ  ধন-সম্পদ।

তবে লোকে এটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে।

জিনিস পত্র  অর্থে মাল শব্দের ব্যবহার।

যেমন, আমি বাজারে মালপত্র কিনতে যাচ্ছি। 

 ধনী বোঝাতে

আমরা বলি, তুই তো মালে মালমাল হয়ে গেলি।

মালদা পশ্চিম বঙ্গের একটি জেলা

ফার্সি শব্দ মাল ও বাংলা শব্দ দহ থেকে মালদা শব্দ এসেছে। 


মাল বা মালামাল শব্দটি শুধু যে বাংলায় ব্যবহার তা নয়। হিন্দি ভাষাভাষী লোকেরাও মাল শব্দ ব্যবহার করে।

মালামাল উইকলি নামে একটি হিন্দি সিনেমা আছে।


Post a Comment

أحدث أقدم