থাইল্যান্ডের লেডিবয়


থাইল্যান্ড  এশিয়ার একটি দেশ।পর্যটকদের কাছে দেশটির  সুপরিচিতি রয়েছে। থাইল্যান্ডের ঐতিহাসিক নাম শ্যামদেশ।দেশটির বেশিরভাগ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক।পাতায়া নামক একটি শহর পর্যটকদের কাছে বেশ পছন্দের। সারা বিশ্ব থেকে লোকে থাইল্যান্ড ঘুরতে যায়।

থাইল্যান্ডের পর্যটন শহরগুলোতে লেডিবয় বা ট্রান্সজেন্ডারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লেডিবয় তাদেরকে বলা হয় যারা দেখতে নারী ও নারী স্বভাবের  কিন্তু তারা মূলত পুরুষ। অর্থাৎ বাংলায় যাদের হিজড়া বলা হয়।

কেন লেডিবয় বাড়ছে?

তো এই লেডিবয়রা বিভিন্ন হোটেলে পর্যটকদের সেবা দেয়ার উদ্দেশ্যে চাকরি করে।অনেকে রাস্তায় দাঁড়িয়ে পর্যটকের আকৃষ্ট করে। অনেকে শুধুমাত্র লেডিবয়দের সাথে ডেটিং করতে থাইল্যান্ডে ভ্রমণ করে।

থাইল্যান্ডের গ্রামগুলোতে কিছুটা সামাজিক বিধিনিষেধ থাকলে বেশির অঞ্চল বিশেষ করে পর্যটন নগরীতে অবাধ শারীরিক সম্পর্কের সুযোগ আছে।

এছাড়া থাইল্যান্ডের স্ট্রীট ফুড, সী বিচ বেশ জনপ্রিয়। এর সাথে লেডিবয় থাইল্যান্ডকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। 

হয়ত একারণে ট্রান্সজেন্ডারদের সংখ্যা বাড়ছে।



Post a Comment

أحدث أقدم