যে কুসংস্কারগুলো আর সমাজে নেই 

একটা সময় গ্রামীণ সমাজে হরেক কুসংস্কার বা ভুল বিশ্বাসের প্রচলন ছিল।এখন এগুলো তেমন নেই। কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে। সমাজ যে পুরো কুসংস্কারমুক্ত তা বলা যায় না। পূর্বে বেশ প্রচলিত বর্তমানে নেই এমন কিছু ভুল বিশ্বাস তুলে ধরা হলো।


১. ভাঙা আয়নায় মুখ দেখতে হয় না। 

২. হাত থেকে থালা বাসন পড়ে গেলে বাড়িতে আত্মীয় আসে।

৩. রাতে বাঁশি বাজাতে হয় না বাড়িতে ইদুর আসে।

৪. রাতে আয়নায় মুখ দেখতে হয় না। 

৫. নারীদের চুল খোলা রেখে বাগানের ভিতর যেতে হয় না। 

৬. মাদুলির ব্যবহার। এখনো আছে তবে কমে গেছে। 

৭. ভোর রাতের স্বপ্ন সত্য হয়।

৮. স্বপ্নে সাপ দেখলে শত্রু বাড়ে।

৯. সাপে দুধ খায়।

১০. সাপে কাটলে আগে লোকে ওঝা ডাকতো এখন হসপিটালে যায়। 

১১. বাড়ি হতে দূরে কোথায় গেলে যাওয়ার সময় যায় বলতে হয় না।বলতে হয় "আসি"।

১২. রাতে বাইরে ভাত ফেলতে হয় না।সারারাত ভাত আল্লাহ আল্লাহ করে।

১৩. সন্তানের জন্ম দেয়ার পর সাত দিন সন্তান ও মাকে আলাদা ঘরে রাখার ভুল প্রথা ছিল।

১৪.  পিঠা-পায়েস কোথায় নিয়ে গেলে সাথে হলুদ লবন দেয়া হতো যাতে ভূতে না ধরে।



Post a Comment

أحدث أقدم