বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের নাম ও কাজ


Solenoid Valve কেন ব্যবহার করা হয় 

সলেনয়িড ভালব সাধারণত  স্বয়ংক্রিয়ভাবে পানি বা লিকুইড জাতীয় কোন কিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়।  আরেকটু পরিস্কার করা যাক। তরল প্রবাহ অটোমেটিক চালু ও বন্ধ করতে সলেনয়িড ভালব ব্যবহার করা হয়। 

বিভিন্ন ধরনের সলেনয়িড ভালব আছে।যেমন, ওয়াটার সলেনয়িড ভালব,  এয়ার সলেনয়িড ভালব,হাইড্রলিক সলেনয়িড, পিনিউমেটিক সলেনয়িড,  গ্যাস ভালব সলেনয়িড ইত্যাদি। 


Solenoid  এর কাজ কী?

সলেনয়িড এর কাজ হলো ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রুপান্তর করা।অর্থাৎ সলেনয়িড লিনিয়ার মোশন তৈরি করে। সলেনয়িড এসি বা ডিসি উভয়ই হতে পারে।


ইলেকট্রিক রিলে এর কাজ কী?

অনাকাঙ্ক্ষিত উচ্চ ভোল্টেজ থেকে সার্কিটকে রক্ষা করে। রিলে সার্কিটের ইলেকট্রোম্যাগনেটি সুইচ হিসাবে ব্যবহার হয় যা বড় কারেন্ট হতে সার্কিটে ছোট কারেন্ট সিগন্যাল দেয়। যখন রিলেতে ইলেকট্রিক সিগন্যাল পাঠানো হয় তখন ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তখন রিলে একটি সার্কিট অন করে আরেকটি সার্কিট অফ করে দেয়। 



Adapter কেন ব্যবহার করা হয়? 

এডাপটার কারেন্ট বা ভোল্টেজ এর কোনরূপ পরিবর্তন ঘটা না। বরং যে ডিভাইস ব্যবহার করা হবে তা ক্যাবল জয়েন্ট বা প্লাগ যদি ভিন্ন হয়, আলাদা হয় তাহলে  Adapter এর মাধ্যমে সংযোগ দিতে ব্যবহার হয়। 


Transformer এর কাজ কী? 

পাওয়ার সিস্টেমকে নিরাপদ রাখতে ট্রান্সফরমার ব্যবহার হয়। উচ্চ ভোল্টেজকে প্রয়োজনমত নিম্ন ভোল্টেজ এ রুপান্তর করতে ট্রান্সফরমার ব্যবহার হয়।





ইলেকট্রিক ডিভাইস


Post a Comment

أحدث أقدم