কাঠার পরিমাপ

হারিয়ে যাওয়া প্রচলিত কাঠা কি কাজে ব্যবহার হতো জানুন। 

ধান, চাল,  ডাল,গম মাপার জন্য এক সময় গ্রামের কৃষকেরা বাঁশের বেতের তৈরি পাত্র ব্যবহার করতো।একে গ্রামের লোকেরা কাঠা বলতো। 

খাদ্যশস্য মাপার ক্ষেত্রে কাঠার পরিমাণ 

নদিয়াতে এক কাঠা বলতে দুই কেজি বোঝায়। জলপাইগুড়ি ও কোচবিহারে এক কাঠা পাত্র বলতে দেড় কেজি বোঝাতো। ২৪ পরগণা জেলায় আড়াইশ গ্রাম বোঝায়।


চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কাঁটাভাঙ্গা নামে একটি গ্রাম রয়েছে। শোনা যায় বহু আগে কাঠা দিয়ে ধান মাপতে মাপতে কাঠা ভেঙ্গে যায় অথবা ভাঙা কাঠায় ধান মাপার কারণে নামটি ছড়িয়ে পড়ে বলে জানা যায়।

গ্রামটি অনেক সুন্দর। ১০০ বছরেরও বেশি সময় ধরে কাঁটাভাঙা গ্রামে ঐতিহ্যবাহী বৈশাখি মেলা হয়ে থাকে।


কাঠার চেয়ে ছোট পাত্র দেখতে কাঠার মত হলে তাকে কুনকে বলে ডাকে। অনেকে পাতি বলে সম্ভবত।তো এই কুনকে কাঠার মত মুড়ি, চালা,খই মাপতে ব্যবহার হতো একসময়। যেমন ২৪ পরগণায় এক পালি বলতে আড়াই সের বলতো,আর খুলনায় এক পালি বলতে পাঁচ সের বোঝাতো।



কাঠা বা কাটা



Post a Comment

أحدث أقدم