শেয়ারিং অপারেশনের পদ্ধতিগুলো


ব্ল্যাংকিং, পাঞ্চিং, কাটিং, পারফোরেটিং, ট্রিমিং,পার্টিং অফ,স্লিটিং, নচিং,শেভিং,ল্যাঞ্চিং

এখন আমরা উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো।

ব্ল্যাংকিং কাকে বল?

ধাতব পাত বা প্লেট হতে ডাই ও পাঞ্চের সাহায্যে প্রয়োজনীয় অংশ কেটে নেয়াকে ব্ল্যাংকিং বলে।


পাঞ্চিং কাকে বলে?

উত্তর: কোন ধাতব প্লেট বা পাত হতে ডাই ও পাঞ্চের সাহায্যে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেয়াকে পাঞ্চিং বলে।


 পারফোরেটিং কাকে বলে?

ধাতব প্লেট বা পাতে ডাই ও পাঞ্চের সাহায্যে অনেকগুলো ছিদ্র করে অপ্রয়োজনীয় অংশ কেটে দেয়াকে পারফোরেটিং। এই পারফোরেটিং প্রক্রিয়ায় চালুনি তৈরি করা হয়।


নচিং কাকে বলে?

ধাতব শীট বা প্লেটের কিনারা থেকে অপ্রয়োজনীয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেটে ফেলে দেয়াকে নচিং বলে।


ট্রিমিং কাকে বলে?

জবে কুঁচকানো, বাকানো,বাবগি আছে এমন অংশ কেটে ফেলে দেয়াকে ট্রিমিং বলে।


শেভিং কাকে বলে?

পূর্বে কর্তন করা  জবের অতিরিক্ত অংশে কেটে নির্দিষ্ট মাপে এনে ঠিকঠাক করাকে শেভিং বলে।


পিয়ারসিং কাকে বলে?

যে পদ্ধতিতে রাউন্ড বার হতে জোড়াবিহীন পাইপ বা টিউব তৈরি করা হয় তাকে পিয়ারসিং বলে।


হবিং কাকে বলে?

প্লাস্টিক ও ডাই কাস্টিং এর জন্য স্থায়ী ছাঁচ তৈরির পদ্ধতিকে হবিং বলে।



প্লেট কাটিং


Post a Comment

أحدث أقدم