দস্তার ধর্ম বা দস্তার বৈশিষ্ট্য 

১) দস্তা দেখতে ধূসর সাদা বর্ণের

২) সাধারণ তাপমাত্রায় ভঙ্গুর

৩) 100° - 150° সে. তাপমাত্রায় একে সরু তার ও পাতলা শীটে পরিণত করা যায়

8) আপেক্ষিক গুরুত্ব 6.9

৫) এর গলনাঙ্ক 420° সে. এবং স্ফুটনাঙ্ক 907°সে.

৬) তামার সাথে যুক্ত হয়ে উত্তম সংকর তৈরি করে

৭) গ্যালভানাইজিং করতে দস্তা যথেষ্ট ব্যবহৃত হয়।

দস্তার ব্যবহার (Uses of Zinc) 

১) বৈদ্যুতিক সেল ও ব্যাটারিতে দস্তা ব্যবহৃত হয়,

২) সংকর ধাতু তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়,

৩) স্বর্ণ, রৌপ্য নিষ্কাশনের দস্তা ব্যবহার হয়,

৪) জৈব রসায়নে দস্তা ব্যাপক ব্যবহৃত হয়,

৫) আস্তরণ বা প্রলেপের কাজে দস্তা ব্যবহার হয়।

use of zinc


Post a Comment

أحدث أقدم