রড গ্রেড নির্ণয়ের পদ্ধতি 

দেখবেন রডের গায়ে লেখা থাকে 500W এখানে W অর্থ Weldable অর্থাৎ রডটি ওয়েল্ডিং করা যায়। আর 500 বলতে 500 মেগাপ্যাস্কেল সামর্থ্য শক্তি সম্পন্ন।আরেকটু বিস্তারিত জানা যাক। আমরা যদি  মেগপ্যাস্কেলকে Psi বা square per inch তে রুপান্তর করতে হলে 145 দ্বারা গুন করতে হবে। 

500×145 =72500 Psi

একে 72.5 গ্রেডের রডও বলা হয়ে থাকে।

রডে যদি 40 G লেখা থাকে তাহলে এর অর্থ হবে 40 kilo বা 40000 psi সামর্থ্য শক্তি সম্পন্ন রড।

যদি  রডে গায়ে লেখা থাকে

AB/400 W/14 এর অর্থ হলো

AB হলো কোম্পানির নাম

400 megapacale বা  400×145= 58000 psi সামর্থ্য শক্তি। 

14 mm রডের ব্যাস।


রডের সামর্থ্য শক্তি নির্ণয় পদ্ধতি 

ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়ে রডে সামর্থ্য শক্তি দেখা হয়।


কার্বনের উপর ভিত্তি করে  রড প্রধানত তিন ধরনের মেটাল দিয়ে তৈরি হয়।

লো কার্বন স্টীল, হাই কার্বন স্টীল, মিডিয়াম কার্বন স্টীল।

MS রড এর অর্থ হলো Milde steel 

আর SS এর অর্থ হলো Stainless Steel.




Post a Comment

أحدث أقدم