যেভাবে শীট থেকে পাইপ তৈরি করা হয়

প্রথমে জানতে হবে পাইপে বাইরের ব্যাস (Outer Diameter) বা OD কত।এরপর Internal  Diameter বা ID ব্যাস কত। এরপর পাইপের পুরুত্ব জানতে হবে।সর্বশেষ PCD বা (OD-thickness) তাহলে পাইপের CF অর্থাৎ Circumfrance of pipe পাওয়া যাবে। 

মনে করা যাক  কোন শীট থেকে একটি পাইপ তৈরি করতে হবে।পাইপের পুরুত্ব ৩ মি.মি  আউট ডায়ামিটার ৮০ মি.মি ইনার ডায়ামিটার ৭৪ মি.মি হলে পাইপটি তৈরি করতে শীটের প্রস্থ (wide) কত নিতে হবে?

Thickness T= 3 mm

OD= 80 mm

ID= 74 mm

PCD= (80-3) mm= 77 mm

CF or Circumference = (77×π)

= 241.90 mm প্রস্থের শীট কাটতে হবে।তারপর শীট বেন্ডিং মেশিন দিয়ে পাইপ তৈরি করতে হবে। 

আর দৈর্ঘ্যতো  প্রয়োজন মাফিক।

প্লেন শীট দিয়ে পাইপ তৈরির কৌশল



Post a Comment

أحدث أقدم