রূপতত্ত্বে (Morphology) যে বিষয় আলোচনা করা হয়

রুপ তত্ত্ব : এক বা একাধিক ধ্বনির অর্থবোধক শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (morpheme) রুপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়।

ভাষায় রূপ তত্ত্বের আলোচ্য বিষয়গুলি কি কি 

শব্দের প্রকার, শব্দের গঠন, পদ প্রকরণ, লিঙ্গ, শব্দরূপ,কারক , সমাস,  ধাতুরূপ,প্রত্যয,  অব্যয়  

Post a Comment

أحدث أقدم