বরফ সাদা হওয়ার কারণ ব্যাখ্যা

পানি সাদা না হলে বরফ সাদা হওয়ার কারণ হলো বরফ সকল আলো প্রতিফলিত করে কোন আলো শোষণ করে না।তাই বরফ সাদা দেখায়।আবার আপাত দৃষ্টিতে পানির কালার দেখা গেলেও মূলত বিশুদ্ধ পানির কোন রং হয় না।যেসকল বস্তু সব রং শোষণ করে সেকল বস্তুকে কালো দেখায়। জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,আলো যে সাতটি রং এর সমষ্টি তা প্রামাণ করেন বিজ্ঞানী নিউটন। 

Post a Comment

أحدث أقدم