চিপকো

চিপকো শব্দের অর্থ "জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা"। চিপকো একটি অরণ্য সংরক্ষণের দাবীতে হওয়া আন্দোলন। যাকে চিপকো আন্দোলন বলা হয়।এই আন্দোলনের নেতৃত্ব দেয় সুন্দরলাল বহুগুণা। ভারতের উত্তরাখণ্ডের হিমালয় পর্বতের আলোকানন্দ উপত্যকা চামোলি  জেলার মল্ডল গ্রাম থেকে চিপকো আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটি বিশ্বের একমাত্র আন্দোলন যা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ১৯৭৩ সালে একটি বিদেশী  ক্রিকেট সরঞ্জাম তৈরি কারক কোম্পানি গ্রামটিতে থাকা গাছ কাটার জন্য উদ্যত হয়। গাছ ও পরিবেশ বাঁচাতে  গ্রামের নারীরা গাছগুলোকে আলিঙ্গন করে ধরে রাখে যাতে গাছ না কাটতে পারে। তাই এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলা হয় 

Post a Comment

أحدث أقدم