অবচয় কাকে বলে? 

বিভিন্ন কারনে কারখানা গৃহ,মেশিন পত্র, আসবাব পত্র ইত্যাদি ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হয় এবং এর মূল্য কমতে থাকে।এভাবে ক্ষয় প্রাপ্ত হয়ে মূল্য কমে যাওয়াকে অবচয় বলে।

যেসব কারণে অবচয় নির্ধারণ করা হয়

প্রতিটি পদার্থের মূল্য কমে বা বাড়ে সাধারণ ব্যবহার্য, প্রাতিষ্ঠানিক ও কলকারখানার যন্ত্রাংশে অবচয় হিসাব করা হয়। প্রতিষ্টানের মূল্য নির্ধারণ, লাভ-ক্ষতি  হিসাব করতে অবচয় হিসাব দরকার হয়। 

অবচয় নির্ধারণের পদ্ধতি 

১. ক্রমহ্রাসমান সমীকৃত পদ্ধতি 

২. যান্ত্রিক ঘন্টাহার পদ্ধতি 

৩. স্ট্রেইট লাইন পদ্ধতি 

৪. মূল্য নিরুপন পদ্ধতি 

৫. শতকরা পদ্ধতি 

৬. ইউনিট মেথড

৭. বীমা পদ্ধতি 

৮. সিংকিং ফান্ড পদ্ধতি 

৯. প্রতিরক্ষা তহবিল পদ্ধতি 


Post a Comment

أحدث أقدم