পেভমেন্ট কী। পেভমেন্ট কাকে বলে?

সড়কের যে স্থান দিয়ে গাড়ি চলে তাকে পেভমেন্ট বলে।রিজিড পেভমেন্টে আলোর প্রতিফলন বেশি দেখা যায় এবং ফ্লেক্সিবল পেভমেন্টে কম্পন কম হয়। পেভমেন্টের স্তর তিনটি। ফ্লেক্সিবল পেভমেন্টের বেইজের পুরুত্ব ১০ সেমি।রিজিড পেভমেন্টের ওয়্যারিং কোর্সের পুরুত্ব ৭.৫ সেমি।রিজিড পেভমেন্টের নির্মাণ খরচ বেশি কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টের নির্মাণ খরচ কম।রিজিড পেভমেন্ট দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

Post a Comment

أحدث أقدم