পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 

পৃথিবীর সবচেয়ে পুরোনো ও বড় পাওয়ার প্লান্ট স্টেশন গুলো রিনিয়েবল এনার্জি  অর্থাৎ নবায়নযোগ্য শক্তি দিয়ে তৈরি। বিশেষ করে হাইড্রো পাওয়ার  বা জল শক্তি দিয়ে তৈরি। যেমন চীনের হুবেই প্রদেশের ইলিং জেলায় ইয়াংজু নদীতে অবস্থিত Three Georges Dam হলো পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।  এই পাওয়ার প্লান্টটির উৎপাদন ক্যাপাসিটি ২২৫০০ মেগাওয়াট।  ২০২০ সালে  এই হাইড্রো পাওয়ার প্লান্টটি বার্ষিক ১১২ টেরাওয়াট আওয়ার  বিদ্যুৎ উৎপাদন করে বিশ্ব রেকর্ড করেছে। দি থ্রি জর্জেস হাইড্রো পাওয়ার প্লান্টটিতে ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয়েছে। 

পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট


Post a Comment

أحدث أقدم