বিদ্যুৎ জগতের জনক

শিল্প বিপ্লবের মূল হাতিয়ার ইলেক্ট্রিসিটি। পাওয়ার জেনারেশন এর পর থেকে  তড়িৎ গতিতে পৃথিবীর চেহারা বদলে যায়। ইলেক্ট্রিসিটি জেনারেশন করা হয় মূলত জেনারেটর থেকে। আর প্রথম জেনারেটর আবিষ্কার করেন মিশেল ফ্যারাডে। মোটর এমন একটি ইলেক্টিক্যাল মেশিন যা ছাড়া  কলকারখানা কল্পনা করা যায় না। আর ইলেকট্রিক মোটর এর আবিষ্কারক মিশেল ফ্যারাডে। শুধু তাই নয় ফ্যারাডে ট্রান্সফরমার আবিস্কার করেন। আবিষ্কার করেন ল' অব ইন্ডাকশন,  ল' অব ইলেকট্রোলাইসিস, ফ্যারাডে  কেজ,  কন্স্যাটন্ট, কাপ, ফ্যারাডে আইস পেইল ,  ওয়েভ,  রোটেটর,  ফ্যারাডে প্যারাডক্স ইত্যাদি । ইলেক্ট্রিসিটি তথা পাওয়ার সেক্টরের এই অসাধারণ ও অবর্ণনীয় অবদানের জন্য মিশেল ফ্যারাডেকে বিদ্যুৎ এর পিতা বলা হয়। 

মিশেল ফ্যারডে এর সংক্ষিপ্ত পরিচয়

মিশেল ফ্যারাডে ২২ সেপ্টেম্বর ১৭৯১ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২৫ আগস্ট ১৮৬৭ সালে মৃত্যু বরণ করেন। ফ্যারাডের সহধর্মিণীর নাম ছিল সারাহ বার্নারড। ফ্যারাড স্কটিশ বিজ্ঞানী ও গণিতবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 


ফাদার অব ইলেকট্রিসিটি


Post a Comment

أحدث أقدم