হরপ্রসাদের লেখাসমূহ

হরপ্রসাদের শাস্ত্রী ১৮৫৩ সালের জন্মগ্রহণ করেন ও ১৯৩১ সালে মৃত্যুবরণ করেন। পশ্চিমবঙ্গের নৈহাটিতে জন্মগ্রহণ করেন। তার অমর কীর্তি বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদ আবিষ্কার। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বাল্মীকির জয়, কাঞ্চনমালা, বেনের মেয়ে, প্রাচীন বাংলার গৌরব, discovery of living Buddhism in Bengal, magadhan literature, Sanskrit culture in modern india।তিনি ১৮৯৮ সালে মাহামহোপাধ্যায় ও  ১৯১১ সালের সিআইআই উপাধি লাভ করেন 

Post a Comment

أحدث أقدم