পানি

১.পানি প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতে থাকতে পারে।

২. পানি অক্সিজেন ও হাইড্রোজেনের সংমিশ্রণের একটি কম্পাউন্ড।

৩. বৃষ্টি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়। 

৪. সাবান মৃদু পানির সাথে সবচেয়ে বেশি ফেনা উৎপন্ন করে।

৫. পান করা পানির সাথ ক্লোরিন মেশানো হয় পানিতে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে। 

৬. পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত  করা যায় পানিকে পরিশ্রুত করে ক্লোরিন প্রবাহিত করে।

৭. পানিতে ক্যালসিয়াম থাকলে হার্ডনেস বেড়ে যায়।

৮. পানির পিএইচ ৬.৫০-৮.৫০ থাকলে তার খাওয়ার যোগ্য। 


Post a Comment

أحدث أقدم