তুষারপাত কেন হয়?

কিছু কিছু দেশে বা এলাকায় সারাবছর তুষারপাত হয়।আমাদের মত নাতিশীতোষ্ণ বা  উষ্ণ অঞ্চলে সাধারণত তুষারপাত ঘটে না।


আমরা জানি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে।  এই জলীয়বাষ্প কনডেন্স হয়ে জলীয় কণায় রুপান্তররিত হয়।আমরা আরো জানি বাতাসের ধূলোময়লা বালি জলীয়কণার সংস্পর্শে আসে বাতাসের চেয়ে জলীকণার ওজন বৃদ্ধি করে এবং বৃষ্টিপাত হয়।যদি মেঘের  তাপমাত্রা অনেকখানি কমে যায় অর্থাৎ জিরো বা এর কাছাকাছি তাহলে জলীয়কণা বরফে পরিণত হয় তখন তুষারপাত ঘটতে শুরু করে।

Post a Comment

أحدث أقدم