বাংলাদেশের ভূ-প্রকৃতির প্রকারভেদ 

পাহাড়ি অঞ্চল 

দক্ষিণ-পূর্বে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃহত্তর সিলেট ময়মনসিংহ ও নেত্রকোনা। 

পাহাড়ি অঞ্চল 

বরেন্দ্রভূমি, ভাওয়ালের গড়, লালমাই পাহাড়। 

দেশের অবশিষ্টাংশ প্রাবন সমভূমি অঞ্চল। 

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো পাহাড় যা ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ   ও তাজিনডং বা বিজয়।তাজিনডং এর উচ্চতা  ৩১৮৫ ফুট। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ক্রেওক্রাডং উচ্চতা ৩১৭২ ফুট। চট্টগ্রামের সীতাকুন্ডে চন্দ্রনাথ পাহাড় আর বান্দরবনে চিম্বুক পাহাড়।লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লাতে। হালদা উপত্যকা অবস্থিত খাগড়াছড়িতে, সাঙ্গু উপত্যকা অবস্থিত চট্টগ্রামে, ভেঙ্গি উপত্যকা অবস্থিত রাঙ্গামাটি জেলায়। 

Post a Comment

أحدث أقدم