তারিখ রেখা  


মূল মধ্যরেখা হতে 180 ডিগ্রি পূর্বে বা পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন বিয়োগ করতে হয় এবং পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন যোগ করতে হয়। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরু রেখা বা অক্ষরেখা বলে। দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিম এ পৃথিবীকে আবর্তনকারী রেখাকে নিরক্ষরেখা বলে। পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরুকে সংযোগকারী রেখাকে দ্রাঘিমা রেখা বলেন। লন্ডনের গ্রিনিচমান মন্দিরের উপর দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখাকে মূল মধ্যরেখা বলে। ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা রেখা কে কর্কটক্রান্তি রেখা বলে 


Post a Comment

أحدث أقدم