মধ্যপ্রাচ্য কোন কোন দেশ নিয়ে গঠিত?

 মধ্যপ্রাচ্য হলো আরব উপদ্বীপ, এশিয়া মাইনর,পূর্ব থ্রেস,মিশর,লেভাল্ট, ইরাক,ইরান ও ইয়েমেনের সুকাত্রা প্রদেশের সমন্বয়ে গঠিত।মিডল ইস্ট বা মধ্য প্রাচ্যে  ১৮ টি দেশ রয়েছে। মধ্যপ্রাচ্য যে দেশগুলো নিয়ে গঠিত সেগুলো হলো, মিশর, লেবানন, বাহরাইন, সাইপ্রাস, তুর্কী, ইরান,ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, ওমান, প্যালেস্টাইন,কাতার, সিরিয়ান আরব লীগ, ইউনাইটেড আরব আমিরাত (দুবাই),  ইয়েমেন,সৌদি আরব

গ্রেটার মিডল ইস্ট

উপরিউক্ত দেশগুলোসহ আফগানিস্তান, সুদান, সোমালিয়া, পাকিস্তান, জিবুতি, দেশগুলির নিয়ে গ্রেটার মিডল ইস্ট গঠিত।

Post a Comment

أحدث أقدم