শৈবাল

থ্যালোফাইটা বিভাগের ক্লোরোফিল যুক্ত বা সালোকসংশ্লেষী এককোষী বা বহুকোষী উদ্ভিদকে শৈবাল বলে।শৈবালের মূল, কাণ্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে। এদের কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ দিয়ে গঠিত ক্লোরোফিল থাকায় শৈবাল স্বভোজী, ক্লোরেলা, স্পাইরোগাইরা।মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদনে ক্লোরেলা উদ্ভিদ ব্যবহৃত হয়। এটা এক প্রকার সবুজ এককোষী শৈবাল। স্পাইরোগাইরা থ্যালোফাইটা বিভাগভুক্ত, অপুষ্পক, শৈবাল জাতীয় উদ্ভিদ।দেহের পিচ্ছিল আবরণের জন্য  এদেরকে উজ্জ্বল ও চকচকে দেখায়। এদের জলজ রেশম বা পন্ডসিল্ক বলে। 

Post a Comment

أحدث أقدم