বেলগাছিয়ায় পাইকপাড়ার নাট্যমঞ্চ

১৮৫৮ সালে বেলগাছিয়ায় পাইকপাড়ার রাজাদের উদ্যোগে স্থাপিত নাট্যশালা, নাটক ও নাট্যশালার ইতিহাসে এক বিশেষ  স্থান দখল করেছে।১৮৬৮ সালের ৩১শে জুলাই বেলগাছিয়া নাট্যশালা আয়োজন করে 'রত্নাবলী' নাটক। এ নাটকে খরচের পরিমাণ ছিল দশহাজার টাকা।বেলগাছিয়া থিয়েটারে 'রত্নাবলী' নাটকের নাম ভূমিকায় অভিনয় করে প্রসংশা পান অভিনেতা কালীপ্রসন্ন বন্দোপাধ্যায়।। অভিনয় দেখতে সেদিন উপস্থিত ছিলেন প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার ফ্রেডারিক। ইংরেজ দর্শকদের  জন্য 'রত্নাবলী' নাটকের ইংরেজী অনুবাদ প্রকাশ করা হয়েছিল। অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন  দত্ত ।বেলগাছিয়ার রঙ্গমঞ্চে অভিনীত হয় মধুসেনন্দন দত্তের 'শর্মিষ্ঠা' নাটকটি ।  রাজা ঈশ্বরচন্দ্র সিংহের উদ্যোগে নাটকটি মঞ্চায়িত হয়েছিল। ।১৮৫৮ সালে মাইকেল মাদ্রাজ থেকে কলকাতায় চলে আসেন৷ এবং  পালিশ কোর্টে চাকরী নেন

বেলগাছিয়ার নাট্যশালা ও মধুসূদন দত্ত


Post a Comment

أحدث أقدم