আয়ুর্বেদ শাস্ত্রের অষ্ট অঙ্গ

আয়ুর্বেদ শাস্ত্র নিম্নোক্ত অষ্টাঙ্গে  ভাগ করা যায়  বিখ্যাত ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ  বাগভট প্রণীত গ্রন্থে  নিম্নোক্ত আটটি বিষয় বিস্তারিত বর্ণিত হওয়ায় এর নাম ‘অষ্টাঙ্গ হৃদয়’ রাখা হয়েছে। 

আয়ুর্ব্বেদ শাস্ত্রের অষ্টাঙ্গ হলো

ক.  শল্য চিকিৎসা ঃ চুল , নখ প্রভৃতি শরীরের ভিন্ন ভিন্ন স্থানে লৌহ, ধূলি ইত্যাদি প্রবিষ্ট হইলে তাহা বহির্গত করিবার প্রণালী।


খ. শালাক্য : চোখ-কান, মুখ-নাক প্রভৃতি অঙ্গের  রোগসমূহের বর্ণনা ও চিকিৎসা প্রণালীকে শালাক্য চিকিৎসা বলে।


গ. কায় চিকিৎসা :- জ্বর, অতিসার, রক্তপিত্ত, শোথ, উম্মাদ, অপস্মার, কুষ্ঠ, মেহ প্রভৃতি রোগের চিকিৎসা প্রণালীকে কায় চিকিৎসা বলে।

ঘ.  ভূতবিদ্যা : দেব, সত্য, গন্ধর্ব্ব, যক্ষ, রাক্ষস,পিশাচ, নাগ প্রভৃতি বিষয়ক চিকিৎসা 

 ঙ. কৌমার বিদ্যা : শিশুপালন, ধাত্রী-বিদ্যা, দুগ্ধের

শোধন, বালরোগ প্রভৃতির চিকিৎসা প্রণালীকে কৌমার বিদ্যা বলে।


চ. অগদতন্ত্র : সর্প, কীট, বৃশ্চিক প্রভৃতির দংশন জনিত রোগের চিকিৎসাকে অগদতন্ত্র বিদ্যা বলে।


ছ. রসায়ন :  আয়ুবৃদ্ধি , মেধা ও শারিরীক শক্তি  সম্পর্কিত বিদ্যা ও  তার চিকিৎসা।


জ. বাজীকরণতন্ত্র :  শুক্র বৃদ্ধি, যৌনতা  প্রভৃতি বিষয়ক চিকিৎসাকে বাজীকরতন্ত্র বলে।

Post a Comment

أحدث أقدم