বাগভট 

মহামতি বাগভট শকরাজ চষ্টনের রাজত্ব কালে ‘অষ্টাঙ্গ-হৃদয়' নামক এক বৃহৎ আয়ুর্ব্বেদ গ্রন্থ প্রণয়ন করেন। শল্য, শালাক্য, কায়-চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমার বিদ্যা, অগদতন্ত্র, রসায়নতন্ত্র ও বাজীকরণতন্ত্র এই আটটি বিষয় তার লেখ গ্রন্থে বর্ণিত হওয়ায় গ্রন্থটির নাম হয় অষ্টাঙ্গ।  তাছাড়া লবণ, যবক্ষার, খাজি ধাতু  পরীক্ষা করার প্রণালী বর্ণিত হয়েছে। বাগভটের সময় সার্জারী চিকিৎসার উন্নতি হয়।

Post a Comment

أحدث أقدم