টিকর থেকে টিকুরি নামের যত গ্রাম

টিকর, টিকরি বা  টিকুরি  শব্দের অর্থ চারিদিকে জলাভূমির মধ্যে উঁচু স্থান।

টিকর বা টিকুরি নামের কিছু গ্রাম

টিকর হাঁট, মোল্লা টিকুরি, কেন্দুয়া টিকুরি, নিম টিকুরি, বালিটিকরি, বেলাটিকরি, কাঁটাটিকুরি, নিমটিকুরি ইত্যাদি। ত্রয়োদশ শতাব্দীতে টিকরি, টিকুরি অর্থে "টেঙ্গয়ী" শব্দের প্রচলন ছিল। শক্তিগড়  গ্রামটিও সাঁকোটিকর থেকে সাঁকটিগড় ইংরেজি Saktigar হয়ে সংস্কৃত শক্তিগড় হয়েছে। 

Post a Comment

أحدث أقدم