পুতুল নাচ কত প্রকার ও কী কী?

 ১. ছায়া পুতুলনাচ (Shadow Puppet) এটা ছিল মূলত পৌরাণিক বা রামায়ণীয় কাহিনী নির্ভর।

২. লাঠি বা ডাঙের পুতুলনাচ (Rod Puppet) 

নদীয়ায় একসময় ছিল বলে শোনা যায়। কৃষ্ণনগরে গোলাপটি বারোয়ারিতে মহিষমর্দিনী পূজায় ডাঙের পুতুলনাচ হতো। এই পুতুলনাচের পালা শুধু পৌরাণিক ছিল না, সামাজিক ঘটনানির্ভরও ছিল।

 ৩. বেণীপুতুলনাচ বা দস্তানা পুতুলনাচ (Glove Puppet)  

 ৪. তারে বা সুতোয় টানা পুতুলনাচ (String Puppet বা Marionette) 

Post a Comment

أحدث أقدم