ব্রেইনের যেখানে হতাশার জন্ম হয়

শরীরের সমস্ত অনুভূতি, সুখ-দুঃখ মস্তিষ্ক অনুভব করে। তেমনি হতাশাও মস্তিষ্কে অনুভূত হয়। হতাশার বহু কারণ আছে।যেমন, অতৃপ্তি, অপ্রাপ্তি, অভাব,অপমান,আশাহত হওয়া  ইত্যাদি। চলুন জেনে নেয়া যাক মস্তিষ্কের কোন কোন অংশে হতাশর (Depression)  উৎপত্তি হয়।

চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পারি যে 

মস্তিষ্কের অ্যামিগডালা (Amygdala), হিপোকাম্পাস (Hippocampus) ও ডরসোমেডিয়াল থালামাস (Dorsomedial Thalamus) অংশে হতাশ বসত করে।

Post a Comment

أحدث أقدم