পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক লাইব্রেরী 


পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক লাইব্রেরীটি  ছিল বাগদাদে।আব্বাসিয়া খেলাফতের সময় খলিফা হারুনুর রশিদ  বায়তুল হিকমা নামের এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন।এটাকে ইসলামি স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বাইতুল হিকমাহ খলিফা হারুনুর রশিদের পুত্র আল মামুন (শাসনকাল ৮১৩-৮৩৩ খ্রিষ্টাব্দ) এর সময় তা সর্বোচ্চ চূড়ায় পৌছায়। জ্ঞানের আদানপ্রদানের জন্য আল মামুন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিকে বাইতুল হিকমাহতে নিয়ে আসতেন। ৯ম থেকে ১৩ শতক পর্যন্ত পার্শিয়ান ও ইউরোপ থেকে অসংখ্য পণ্ডিত ব্যক্তি এই গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আরবিতে গ্রন্থ অনুবাদ ও সংরক্ষণের পাশাপাশি পণ্ডিতরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ  অবদান রাখেন।মোঙ্গলদের বাগদাদ অবরোধের সময় বাগদাদ শহরের সাথে সাথে   এই গ্রন্থাগারটিও ধ্বংস হয়ে যায়। বিখ্যাত মুসলিম পন্ডিত নাসিরুদ্দিন আল তুসি লক্ষ লক্ষ বইয়ের মধ্যে প্রায় ৪০,০০০ এর মত পান্ডুলিপি রক্ষা করতে সক্ষম হয়েছিলেন।


আব্বাসীয়া খেলাফতের সবচেয়ে বড় ইসলামিক লাইব্রেরী
মুসলিম পন্ডিতগণ


Post a Comment

أحدث أقدم