বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান 

সাধারণত ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষায় ২৫ মার্কস থাকে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন প্রায় প্রতিটি পরীক্ষায় আসতে দেখা যায়। পরীক্ষায় বার বার রিপিট হয় এমন কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে বিশেষ বাংলাদেশ বিষয়াবলী বুলেটিন। এখানে আপডেট কিছু সাধারণ জ্ঞান রয়েছে। 


বাংলাদেশের প্রশাসনিক প্রতিষ্ঠান 

বাংলাদেশের সিটি কর্পোরেশন সংখ্যা কতটি? 

উত্তর: ১২ টি

জেলা ৬৪ টি

বাংলাদেশের উপজেলা কয়টি?

উত্তর: ৪৯৫ টি

বাংলাদেশের ইউনিয়ন সংখ্যা কতটি? 

উত্তর: ৪৫৭৮ টি।

বাংলাদেশের বিভাগ কয়টি?

উত্তর: ৮ টি

বাংলাদেশের থানা কয়টি?

উত্তর: ৬৫২ টি

বাংলাদেশের পৌরসভা কয়টি?

উত্তর: ৩৩০ টি

ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কতটি? 

উত্তর: ১৩ জন

বাংলাদেশের মোট স্থল বন্দর কয়টি?

উত্তর: ২৫ টি

নদীবন্দর কয়টি?

উত্তর: ৪৩ টি 

সমুদ্র বন্দর কয়টি?

উত্তর: ৩ টি

আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

উত্তর: ৩ টি

গ্যাসক্ষেত্র কয়টি?

উত্তর: ২৯ টি


বাংলাদেশের জনসংখ্যা ও পরিসংখ্যান


বর্তমান দেশের জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তর: ১১৫৩ জন

দেশের মানুষের গড় আয়ু কত?

উত্তর: ৭২.৩ বছর

দেশের দারিদ্র্যের হার কেমন?

উত্তর: ১৮.৭%

দেশে চরম দারিদ্র্যের হার কত?

উত্তর: ৫.৬

জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উত্তর: ১.১২%

বয়স্কভাতা চালু হয় কবে থেকে? 

উত্তর:১৯৯৫ সাল থেকে 

দেশের আয়তন কত?

উত্তর: ১৪৮৪৬০ বর্গকিলোমিটার 

বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বের কততম?

উত্তর: ৮ম

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ১২৯ তম

আয়তনে বাংলাদেশ ৯২ তম 

শিক্ষার হার -৭৪.৬৬


বাংলাদেশের নদ-নদী

প্রশস্ততম নদী - মেঘনা

নাব্যনদী- মেঘনা

খরস্রোতা নদী- কর্ণফুলী 

দীর্ঘতম নদী -

গভীরতম নদী-

বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা - ৫৭ টি

ভারত থেকে এসেছে ৫৪ টি আর মিয়ানমার থেকে ৩ টি।

বাংলাদেশ ও ভারত বিভক্তকারী নদী - হাড়িয়াভাঙ্গা

ও বাংলাদেশ-মিয়ানমার বিভক্তকারী নদী নাফ নদী যার দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার। 

পদ্মা ও মেঘনার মিলনস্থল - চাঁদপুর

পদ্মা ও যমুনার মিলনস্থল -গোয়ালন্দ 

বাংলাদেশ বিষয়াবলী দুই মার্কস কমন
সাধারণ জ্ঞান বাংলাদেশ


Post a Comment

أحدث أقدم