মৌলিক শব্দ ও সাধিত শব্দ উদাহরণসহ বর্ণনা

গঠনের দিক থেকে শব্দ দুইভাগে বিভক্ত 

১. মৌলিক শব্দ 

২. সাধিত শব্দ 

মৌলিক শব্দ কাকে বলে? 

যে শব্দ বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে।মৌলিক শব্দকে স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়ে থাকে। যেমন- হাত,ফুল, বই,মুখ,গোলাম,গোলাপ,ভাই,বোন,নদ, মাছ,লাল ইত্যাদি। 

সাধিত শব্দ কাকে বলে? 

মৌলিক শব্দ বা ধাতু প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে কিংবা সমাসনিষ্পন্ন হয়ে যেসব শব্দ গঠিত হয় তাকে সাধিত শব্দ বলে।

উপসর্গযোগে সাধিত শব্দ - পরাজয়, উপহার, উপকার

প্রত্যয়যোগে সাধিত শব্দ - চলন্ত,পড়ন্ত,ঢাকাই

সমাসযোগে সাধিত শব্দ - নীল যে পদ্ম = নীলপদ্ম, মাও বাবা = মা-বাব


Post a Comment

أحدث أقدم