উফশী ধান 

যে সকল ধানের সার গ্রহণ ক্ষমতা অধিক ও ভালো ফলন দেয় তাকে উফশী ধান বলে।

উফশী ধানের বৈশিষ্ট্য কী কী?

১. গাছ মজবুত হয়।

২. ধান পেকে গেলেও পাতা সবুজ থাকে।

৩. সার গ্রহণ ক্ষমতা অধিক

৪. অধিক ফলন  দেয়।


হাইব্রিড ধান কাকে বলে?

উত্তর: দুটি ভিন্ন গুণাগুণ  বিশিষ্ট  ধান সংকরায়নের ফলে যে প্রথম প্রজন্মের ধান (F1) পাওয়া যায় তাকে হাইব্রিড ধান বলে। 


কৃষি অফিসার, কৃষি ডিপ্লোমা, মাঠ সহকারী কৃষি,কৃষি শিক্ষক  সহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পড়ুন


কৃষি অফিসার নিয়োগ প্রস্তুতি 

Post a Comment

أحدث أقدم