কৃষি কর্মকর্তা  নিয়োগ  প্রস্তুতি 


উপসহকারী কৃষি কর্মকর্তা বা সহকারী কৃষি কর্মকর্তা  সহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, কৃষি গবেষণা ইন্সটিটিউট সংশ্লিষ্ট সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হলো। 


কৃষি অফিসার নিয়োগ প্রশ্ন

এপিকালচার(Apiculture) বা মৌমাছি চাষ 

 মৌমাছি সম্পর্কে মজার তথ্য 

 এপিকালচার  বলতে কি বুঝায়? 

উত্তর: মৌমাছি চাষ

একটি চাকের কত ধরনের মৌমাছি থাকে?

উত্তর: তিন ধরনের ( রাণী মৌমাছি, পুরুষ মৌমাছি,শ্রমিক মৌমাছি।

রাণী মৌমাছি চেনার উপায় কি? 

উত্তর: আকারে সবচেয়ে বড়। ডিম পাড়া একমাত্র কাজ।রাণী মৌমাছি দিনে প্রায় ১৫ শ ডিম দিতে পারে।রাণী মৌমাছি তিন বছর পর্যন্ত বাঁচতে পারে। 


পুরুষ মৌমাছি চেনার উপায় ও পুরুষ মৌমাছির কাজ কি?

উত্তর: পুরুষ মৌমাছির হুল থাকে না।এরা শুধু প্রজননে অংশ নেই।এর মধু সংগ্রহ করতে যায় না।

কর্মী মৌমাছির কাজ কি? 

কর্মী মৌমাছিরা  ফুল থেকে পুষ্পসার বা নেক্টার রস সংগ্রহ করে থাকে।কর্মী মৌমাছিরা নারী তবে এরা ডিম পাড়ে না-বন্ধ্যা।  মৌচাক তৈরি ও মধু সংগ্রহ একমাত্র কাজ এদের।

মৌমাছির লার্ভা দশা স্থায়ী হয় কত দিন?

উত্তর: ৪-৭ দিন।



সেরিকালচার (Sericulture) -রেশম চাষ

রেশম পোকা চাষ পদ্ধতিকে কি বলে?

উত্তর: সেরি কালচার

পৃথিবীতে রেশম সূতা আবিস্কৃত হয় কবে?

উত্তর: আজ থেকে প্রায় ৪০০০ বছর পূর্বে। 

কোথায় প্রথম রেশম সূতা আবিস্কার হয়? 

উত্তর: চীনে


রেশম পোকা কোন গাছের পাতা ও রস খেয়ে বেঁচে থাকে? 

উত্তর: তুত গাছের পাতা ও রস।


বিপুল ও সোনালী কি?

উত্তর: দুটি উন্নত জাতের রেশম পোকা। 


কোথায় সবচেয়ে বেশি রেশম চাষ হয়?

উত্তর: রাজশাহীতে।


রেশম উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 

-১৯৭৮ সালে।


বাংলাদেশে রেশম গবেষণা ইন্সটিটিউট কোথায়? 

 -রাজশাহী 


পিসিকালচার - মৎস্যচাষ বিদ্যা

ভিটামিন-এ কোন কোন মাছে প্রচুর পরিমানে থাকে?

:মলা,ঢেলা, কাচকি


মাছের কাঁটায় কি কি থাকে?

উত্তর: প্রচুর পরিমানে ফসফরাস ও ক্যালসিয়া


গলদা চিংড়ি কাকে বলে?

উত্তরঃ মিঠা পানির চিংড়িকে গলদা বলে।

বাগদা চিংড়ি কাকে বলে?

উত্তর: লোনা পানির চিংড়িকে বাগদা চিংড়ি বলে।


কত সালে মৎস্য সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়?

উত্তর: ১৯৫০ সালে।


মাছ চাষের জন্য পানির পিএইচ কত লাগে?

উত্তর: ৬.৫-৮.৫


প্ল্যাংকটন কাকে বলে? 

পানিতে যে জীব কণা বা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী থাকে তাকে প্লাংকটন বলে।আর প্ল্যাংকটন হলো মাছের প্রাকৃতিক খাদ্য। প্ল্যাংকটন দুই প্রকার যথা:-

ক. ফাইটোপ্ল্যাংকটন বা উদ্ভিদ কণা।

খ. জুপ্ল্যাংকটন বা প্রাণীকণা।


White Gold কাকে বলে?

 চিংড়ি 

ব্লাক টাইগার কোন মাছকে বলা হয়?

 বাগদা চিংড়ি। 


হার্টিকালচার - উদ্যানপালন বিদ্যা

কৃষি উদ্যান পালন বিদ্যাকে কি বলে?

 হার্টিকালচার 


বনায়ন পদ্ধতিতে সৃজন কর্মসূচি চালু হয় কবে থেকে? 

১৯৯০  থেকে।



Post a Comment

নবীনতর পূর্বতন