গ্রীক বইয়ে ভারত বর্ষের মানুষ

গ্রীকরা অনেক আগে থেকেই ভারতবর্ষে এসেছিলেন।গ্রীকরা যখন ভারতে আসে তখন বৌদ্ধ ধর্মের প্রচার ছিল। শেষ নন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্যবংশের প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত গ্রীক রাজকন্যা হেলেনাকে বিয়ে করেন। শুধু তাই নয় এক গ্রীক চন্দ্রগুপ্তের রাজদূত ছিলেন।তো এথেকে বোঝা যায় গ্রীকদের সাথে ভারতবর্ষের সম্পর্ক ছিল।গ্রীক পান্ডুলিপি থেকে প্রাচীন ভারত সম্পর্কে অনেক কিছু জানা যায়।জানা যায় এ উপমহাদেশের মানুষ অতিথি আপ্যায়নে বেশ আন্তরিক ছিলেন।সাধারণ ও সহজ সরল জীবন-যাপন করতেন। তারা আরো লিখেছেন ভারতের লোকেরা সত্যবাদী ও পরোপকারী ছিলেন।


গ্রীক  লিখিত ভারতবর্ষের ব্রাহ্মণ জাতি

গ্রীকদের মতে ভারতবর্ষে  সাত রকম জাতি দেখেছিলেন। যাইহোক গ্রীক ব্রাহ্মণদের সম্পর্কে  যে বৈশিষ্ট্যের কথা বলেছেন তা সত্যি বর্তমান থেকে ভিন্ন। ব্রাহ্মণরা সমাজে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত ছিল।লোকে তাদেরকে শ্রদ্ধা করতেন। গ্রীকরা লিখেছেন, ব্রাহ্মণ শুধুমাত্র পড়াশোনা ও ধর্ম-কর্ম করতো।তারা অর্থ উপার্জন করতেন না।রাজারা ও সমাজের ধনী শ্রেণির লোকেরা তাদেরকে  প্রতিপালন করতেন। তারা কঠিন তপস্যা করতেন। তাদের উপর রাজকর ছিল না।যে বাড়িতে যেতেন লোকে তাদের খাবার দিত, পূজা করতো।তাদের কোন কিছু কিনতে হতো না, দোকান থেকে যা খুশি নিয়ে নিতেন।


ব্রাহ্মণদের শ্রেণিভেদ 

 গুপ্তযুগে বাংলার সর্বত্র ব্রাহ্মণের বসবাস ছিল । তাম্রশাসন ও শিলালিপিতে দেখা যায় যে পরবর্ত্তী- কালে বিদেশ হতে আগত বহুসংখ্যক ব্রাহ্মণ এদেশে স্থায়ীভাবে বাস করেছেন আবার এদেশ হইতেও বহুসংখ্যক ব্রাহ্মণ অন্য দেশে গিয়েছেন। কালক্রমে বাংলার ব্রাহ্মণগণ রাঢ়ীয়, বারেন্দ্র, বৈদিক, শাকদ্বীপী প্রভৃতি শ্রেণীতে বিভক্ত হয়। রাজা অথবা ধনীলোক ব্রাহ্মণদিগকে ভূমি, কখনও বা সমস্ত গ্রাম, দান করতেন । এই সমুদয় গ্রামের নাম হতে ব্রাহ্মণদের গাঁঞীর সৃষ্টি হয় এবং এটা তাদের নামের শেষে উপাধিস্বরূপ ব্যবহৃত হয়। এইরূপে বন্দ্যঘটী, মুখটী, গাঙ্গুলী প্রভৃতি গ্রামের নাম ও গাঁঞী হতে বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় প্রভৃতি সুপরিচিত উপাধির সৃষ্টি হয়েছে। পুতিতুণ্ড, পিপলাই, ভট্টশালী, কুশারী, মাসচটক, বটব্যাল, ঘোষাল, মৈত্র, লাহিড়ী প্রভৃতি উপাধিও এভাবে সৃষ্টি হয়েছে । হিন্দুযুগের অবসানের পূর্ব্বেই যে ব্রাহ্মণদের পূর্ব্বোক্ত শ্রেণীবিভাগ এবং গাঞী-প্রথা প্রচলিত ছিল তাহাতে কোন সন্দেহ নাই 


অতীত ব্রাহ্মণদের জীবন যাপন


Post a Comment

أحدث أقدم