রাজা অশোকের কাহিনী 

রাজা অশোকের বাবার নাম বিন্দুসার। তার বাবা চন্দ্রগুপ্ত। মগধ রাজ্য দখল করে মৌর্য বংশের সূচনা করেন।তখন বিন্দুসার মগধ শাসন করতেন।এক ব্রাহ্মণ তার সুন্দরী মেয়েকে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলেন।বিন্দুসারকে প্রস্তাব দিলেন তার মেয়ের দায়িত্বভার গ্রহণ করার জন্য।বিন্দুসার রাজি হলেন।জন্ম নিলো অশোক।অশোক দেখতে অসুন্দর ছিল।তাকে কেউ পছন্দ করতো না।বিন্দুসার এক পন্ডিতকে দায়িত্ব দিলেন রাজ কুমারদের মধ্য থেকে তার পরবর্তী রাজা বেছে নেয়ার জন্য।বিন্দুসারের সকল পুত্র একে একে উপস্থিত হলেন।ভালো পোষাক ও তেজী ঘোড়া নিয়ে।শুধুমাত্র অশোক এলেন বুড়ো হাতি নিয়ে। সাধারণ পোশাক পরে।পন্ডিত অশোককে রাজা বানানোর প্রস্তাব করলেন।তবে রাজা অশোক প্রথম দিকে প্রজাদের সাথে ভালো ব্যবহার করে নি।তিনি স্বর্গ ও নরক বানিয়েছিলেন।তার চোখে যারা খারাপ কাজ করতো নরকে পাঠাতেন।একদিন এক বৌদ্ধ ভিক্ষু আসলেন। অশোক তার সাথে কথা বলে মুগ্ধ হলেন।অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন।অশোকের বাবা ও দাদা (চন্দ্রগুপ্ত) ছিলেন জৈন ধর্মের অনুসারী। জৈন ধর্মের সাথে হিন্দু ধর্মের অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। রাজা অশোকের আমলে কেউ জানে জীব হত্যা করতে পারতো না।বৌদ্ধ ও ব্রাহ্মণদের তিনি দু'হস্তে দান করতেন। শুধু তাই নয় অবশেষে নিজ রাজ্য দান করে দিয়ে তিনি ভিক্ষু হয়েছিলেন।


রাজা অশোকের উদ্যোগে ত্রিপিটক 

বৌদ্ধ ধর্ম গ্রহণের পর অশোক সারা পৃথিবীর বৌদ্ধ ভিক্ষুদের আমন্ত্রণ জানালেন।এক মহাসভার আয়োজন করলেন।অসংখ্য বৌদ্ধ মঠ তিনি তৈরি করেছিলেন।বুদ্ধের মৃত্যুর পর রাজগৃহের সপ্তপনির গুহায় প্রায় পাঁচ শতাধিক বৌদ্ধ ভিক্ষু মিলিত হয়ে বুদ্ধের কথা আবৃত্তি করেন।এর একশ বছর পরে বৌদ্ধদের মধ্যে মতভেদ দেখা দেয়।তখনো কেউ বুদ্ধের কথাগুলো লিপিবদ্ধ হয় নি।রাজা অশোক বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে দ্বিতীয় সভার আয়োজন করে।এই দ্বিতীয় সভায় সকল ভিক্ষু মিলে বুদ্ধের কথাগুলো লিপিবদ্ধ করেন।আমরা এখন একে ত্রিপিটক বলে থাকি।বৌদ্ধরা দু'ভাগে বিভক্ত। উত্তরদেশীয় বৌদ্ধ ও দক্ষিণদেশীয় বৌদ্ধ। তিব্বত, চীন,জাপানের বৌদ্ধদের উত্তরদেশীয় বৌদ্ধ বলে।এরা রাজা অশোকের ত্রিপিটক অনুযায়ী চলে না।বলা হয় রাজা অশোকের সভার কথা তারা জানতো না।আর সিংহল ও ব্রাহ্ম্যদেশের  বৌদ্ধদের দক্ষিণদেশীয় বৌদ্ধ বলা হয়। এরা রাজা অশোক যে ত্রিপিটক সংকলন করেছে সে  অনুযায়ী চলে। 

অশোক যেভাবে গৌতম বুদ্ধের বাণী প্রচার করে প্রচার করেছিলেন
সম্রাট অশোক


Post a Comment

أحدث أقدم