চেররাজ্য

পান্ডারাজ্যের পশ্চিমে ও আরব সাগরের উপকূলে চেররাজ্য ছিল, এখন সেখানে কোয়েম্বাটুর, ত্রিবাঙ্কুর ও মালাবার দেশ।উত্তরে নর্মদা নদী ও দক্ষিণে কৃষ্ণা নদী, ইহার মধ্যে দুইটা রাজ্য ছিল; একটা পূর্বে তার রাজধানীর নাম ওয়ারঙ্গন, আর একট পশ্চিমে ছিল, যাকে এখন আমরা মহারাষ্ট্র  ও কোঙ্কন দেশ বলি । নর্মদা নদীর তীর হতে কৃষ্ণা নদীর তীর পর্যন্ত অন্ধ বংশায় রাজগণ আর একটি রাজ্য স্থাপন করেন, এক সময়ে সে রাজ্যের ক্ষমতা এত অধিক হয়েছিল যে, তাহার সমকক্ষ রাজ্য তখন ভারতবর্ষে আর ছিল না।

চেররাজ্যের বর্তমান নাম 

চেররাজ্য কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত ছিল।কেরেলা বা কেরল রাজ্যের প্রাচীন নাম ছিল চেররাজ্য।চেরবংশ এ রাজ্য শাসন করতো।

Post a Comment

أحدث أقدم