তপশিলি উপজাতিদের সংখ্যা


১৯৭১ সালের আদমশুমারী অনুযায়ী পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের জনসংখ্যার হিসাব।

জেলার নাম জনসংখ্যা 
কলিকাতা 2408
কোচবিহার 10611
চব্বিশ পরগনা 137197
 জলপাইগুড়ি 428595
 দার্জিলিং 108586
নদীয়া 31799
পশ্চিম দিনাজপুর 221317
পুরুলিয়া 313793
 বর্ধমান 228604
বাঁকুড়া 208735
বীরভূম 120250
মালদহ 130715
মুর্শিদাবাদ 38947
মেদিনীপুর 442963
হাওড়া 3364
হুগলী 100084


পশ্চিবঙ্গের তপশিলি উপজাতি 

 বৈগা,ভুটিয়া, ( কগাতে, টোটো) তিব্বতী, ছকপা, শেরপারালমে,করমানি, ভূমিজ,মগ, করওয়া, মালপাহাড়িয়া, কোড়া, মাহি, খারওয়ার, মাহালি, মুন্ডা,গরাইভ৷ ম্যাচ,গারো , গত, রাজা, চাকমা, চিক বারিক, লেপচা, লোধা, খেড়িয়া বা খাড়িয়া, চেয়ো, মোহরা, লোহারা, নাগেশিয়া শবর,পারহাইয়া,শাওড়িয়া, পাহাড়িয়া, রিজিয়া, সাঁওতাল, বিরহড়, হাজং, বেদিয়া, হো, খন্দ, কোড়া, করওয়া, ওঁরাও ইত্যাদি 

Post a Comment

أحدث أقدم